শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৩, ৮:২০:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার দাউদ নগর বাজার রেলগেইট এলাকায় সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী জানান, ট্রেন দুর্ঘটনায় নিহত বৃদ্ধের বয়স অনুমানিক ৬৫ বছর হবে। ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।