সুনামগঞ্জে মদের চালানসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৩, ৮:২১:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ সদর থেকে বিদেশী মদের চালানসহ পেশাদার ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের হেফাজতে থাকা ১৯২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, সুনামগঞ্জ পৌরসভার ধোপাখালী গ্রামের মো: ওমর আলীর ছেলে মো: ফিরোজ মিয়া (৪৬), একই এলাকার মুসলিম আলীর ছেলে আমির আলী (৪২) ও শান্তিগঞ্জ উপজেলার বরোমোহা গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মো: আলী নুর (৩৪)। তারা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী বলে র্যাব জানিয়েছে।
শুক্রবার গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে র্যাব-৯ সুনামগঞ্জ কোম্পানীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানাধীন ধোপাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৯২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এ ঘটনায় ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ আসামীদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করে র্যাব।