সিলেটে সড়কে প্রাণ গেল ৩ জনের
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৩, ৮:২২:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট ও হবিগঞ্জে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বৃদ্ধ পথচারী এবং অপর দুইজন সিএনজি অটোরিকশা চালক ও যাত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শুক্রবার সিলেটের জৈন্তাপুর ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের দূর্গাপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের রফিক মিয়ার ছেলে সিএনজি অটোরিকশা চালক জামাল মিয়া (২২) ও একই উপজেলার রঘুরামপুর গ্রামের কাশেম আলীর ছেলে ও অটোরিকশা যাত্রী ফরিদ মিয়া (৪০)।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান দূর্গাপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা থাকা যাত্রী ফরিদ মিয়া মারা যান। আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়া হয়। এ সময় চিকিৎসকরা অটোরিকশা চালক জামাল মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করলে রাস্তায় তিনি মারা যান। দূর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
অপরদিকে শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুরের করিচেরপুল এলাকায় ক্যারিকাব গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম লোকমান আহমদ (৭০)। তিনি জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল দক্ষিন গ্রামের এনায়েত উল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, ক্যারিকাব গাড়িতে (সিলেট-ছ-১১-১৭৩৬) ভারতীয় অবৈধ চিনি ছিলো। এজন্য গাড়িটি দ্রæত গতিতে চলছিল। এ সময় সড়কের পাশে থাকা লোকমান আহমদকে ধাক্কা দিয়ে গাড়ি চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ দুঘর্টনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের আত্মীয় স্বজন ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য আবেদন করেছেন। এর প্রেক্ষিতে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।