ঢাকায় সিলেট ছাত্রলীগের শোডাউন
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫৩:৩৬ অপরাহ্ন
বিগত দিনে ঢাকার রাজপথে বিভিন্ন ছাত্র সংগঠনের মিছিল-শোডাউন হলেও সিলেট থেকে এত বড় শোডাউন আর হয়নি বলছেন সিলেট ছাত্রলীগের সাবেক নেতারা।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে যোগ দিতে বাদ জুম্মা ঢাকার নয়াপল্টন থেকে মিছিলটি বের করা হয়। শেষ হয় গিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগরের সাধারণ সম্পাদক নাঈম আহমদের নেতৃত্বে ৫ হাজারের বেশি নেতাকর্মী মিছিলে অংশ নেন। যা এ যাবতকালে সিলেট সবচেয়ে বড় মিছিল ছিলো।এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার।নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই একটি পক্ষ বার বার চেষ্টা করছে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে। কিন্তু সেই সুযোগ আর দেয়া হবে না। এদেশের মানুষ বিএনপি-জামায়াতকে প্রত্যাখান করেছে। আগামী নির্বাচনে আবারও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করে তার জবাব দেবে। বিজ্ঞপ্তি