সিলেটের সুলতানি আমলের মসজিদ সংস্কারের উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫৫:৫৪ অপরাহ্ন
দেশের প্রায় সাতশ বছরের প্রাচীন সিলেটের ওসমানপুরের ‘গায়েবী মসজিদ’ নামে খ্যাত সুলতানি আমলের মসজিদটির সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।সিলেট শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরের ওসমানি নগর উপজেলার উসমানপুর গ্রামের গায়েবি মসজিদটি সংস্কারের লক্ষে শুক্রবার বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতিদের সাথে গ্রামের পঞ্চায়েত, মসজিদ পরিচালনা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উসমানপুর গায়েবি মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী উল্লাহ বদরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকের বক্তব্যে স্থপতিদের সংগঠন আর্ক-এশিয়া-এর প্রেসিডেন্ট প্রফেসর ড. আবু সাঈদ এম আহমেদ বলেন, পুরো বাংলাদেশে সুলতানি আমলের ৪৭টি মসজিদের অস্তিত্ব পাওয়া যায়, এর মধ্যে সিলেটের উসমানপুরের মসজিদটি অন্যতম। সম্প্রসারণের লক্ষ্যে দেশের সুলতানি আমলের অনেক মসজিদ ভেঙ্গে ফেলা হয়েছে। কিন্তু ওসমানপুর গ্রামের মানুষ অনেক কষ্ট স্বীকার করে ঐতিহ্য রক্ষার স্বার্থে টুকটাক সংস্কার করে পুরনো মসজিদটি টিকিয়ে রেখেছেন। স্থানীয় সমাজসেবী এডভোকেট সৈয়দ মনির আহমদের পরিচালনায় সভায় বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাইমেশিয়া ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের চেয়ারম্যান স্থপতি সাজ্জাদুর রশীদ। সুধীজনের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জগলু চৌধুরী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সহসভাপতি সেলিম আউয়াল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উছমানপুর জামে মসজিদের সেক্রেটারি রেদোয়ান খান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, মসজিদের কোষাধ্যক্ষ সৈয়দ মহিবউস সামাদ, সদস্য সৈয়দ নূরুল ইসলাম শাহজাহান, সৈয়দ এনায়েত আহমদ, স্থপতি রাফিউর রহমান ও এলাকাবাসীর মধ্যে সৈয়দ সাফায়েত হোসেন, লয়েছ আহমদ, সৈয়দ সায়েক আহমদ, আব্দুস সালাম, রুবেল আহমদ, সাবির আহমদ, নূর উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি