বড়লেখা পৌর জুয়েলারি মালিক সমিতির ১৫ সদস্যের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫৪:১৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা পৌর জুয়েলারি মালিক সমিতির দুই বছর মেয়াদি ১৫ সদস্যের কার্যকরি কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সমিতির প্রধান উপদেষ্টা ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির সমন্বয়ক স্বপন কুমার পালের সভাপতিত্বে বিলুপ্ত কমিটির সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমানের সঞ্চালনায় কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হয়।
এতে সর্ব-সম্মতিক্রমে মুহাম্মদ লুৎফুর রহমানকে সভাপতি, মুহাম্মদ আলী জিন্নাহ ও বাবুল পালকে সহ-সভাপতি, অজিৎ চন্দকে সাধারণ সম্পাদক, সঞ্জয় কুমার পালকে সহ-সাধারণ সম্পাদক এবং লক্ষণ পালকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন সরকার, কোষাধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রহমান, সহ- কোষাধ্যক্ষ বিষ্ণু দেবনাথ, প্রচার সম্পাদক বিধান দাস, সহ-প্রচার সম্পাদক সুভাষ ও সুজিৎ প্রমুখ।