মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৩, ৮:০০:০৬ অপরাহ্ন
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) বাদ যোহর সমিতির ৩য় তলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক আখলাকুর রহমান সাহেদ।সভায় সদস্য সচিব মো. কফিল আহমদের পরিচালনায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। মো. ইসহাক আহমদকে প্রধান নির্বাচন কমিশনার ও মো: দুলাল হোসেনকে সচিব ও রিটার্নিং অফিসার মনোনীত করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, মো. শফিকুর রহমান, মো: আব্দুল খালিক ও আব্দুল হাদী। সভায় আহ্বায়ক কমিটির সদস্য মো. হারিছ আলী মেম্বার, মো. শামীম আহমদ ও মো. আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। সভায় সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি