শিববাড়ি শিব মন্দির পরিচালনা কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৩, ৮:৩৭:১১ অপরাহ্ন
সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শিববাড়িস্থ শিব মন্দির এর পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা গত ১ সেপ্টেম্বর শুক্রবার রাতে শ্রীশ্রী সর্ব্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠরক্ষী শিববাড়ি শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি যশোদা রঞ্জন দেব যশু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিনাক কর এর পরিচালনায় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এর আগে গত ১১ আগস্ট শুক্রবার এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে যশোদা রঞ্জন দেব যশু-কে সভাপতি, পিনাক কর-কে সাধারণ সম্পাদক ও বিরেশ কর ময়না-কে অর্থ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
শ্রীশ্রী সর্ব্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠরক্ষী শিববাড়ি শিব মন্দির পরিচালনা কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হচ্ছেন- সহ সভাপতি এডভোকেট মলয় কান্তি পাল সামু ও সুজিত দাশ, সহ সাধারণ সম্পাদক শুভ্র দেব, আইন বিষয়ক সম্পাদক বীরেন্দ্র মল্লিক, সাংগঠনিক সম্পাদক রূপক চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মুন্না ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পা পাল, দপ্তর সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিল্টন কুমার বড়ুয়া, নির্বাহী সদস্য হরিদাস পাল শাওন, সুজিত কর, সাগর দত্ত, শৈলেন কর, পিন্টু চন্দ, সুমন রায়, রিপন পাল, সুবোধ চন্দ, ঝলক চৌধুরী, পুলক চন্দ। বিজ্ঞপ্তি