মণিপুরে সহিংসতায় ৩ দিনে নিহত ৫
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৩, ৯:২০:৫৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে জাতিগত সহিংসতায় গত ৩ দিনে নতুন করে ৫ জনের প্রাণহানি ঘটেছে।বার্তা সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুর রাজ্য কয়েক মাস ধরেই জাতিগত সহিংসতায় বিপর্যস্ত। এরই মধ্যে পরিস্থিতি নতুন মোড় নেয় যখন দুই কুকি মহিলার যৌন নিপীড়নের একটি ভিডিও প্রকাশ হয়। পরবর্তীতে অবস্থা কিছুটা শান্ত হলেও রাজ্যজুড়ে হঠাৎ করে সহিংসতা আবারও ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) থেকে শুরু হওয়া সংঘর্ষে এরই মধ্যে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন বলে জানায় সংশ্লিষ্টরা।
নতুন করে সংঘর্ষের সূত্রপাত ঘটে দক্ষিণ মণিপুরের চূড়াচাঁদপুর ও বিষ্ণুপুর জেলার সীমানায় খৈরেন্টক নামের একটি অঞ্চল থেকে। দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির পাশাপাশি বাড়িঘরে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।
নিহতদের মধ্যে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন জনপ্রিয় গায়কও রয়েছেন। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর দুই জেলার মধ্যবর্তী এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় যৌথ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এ অঞ্চলে সহিংসতা পুরোপুরি থামেনি। বর্তমানে এসব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আশঙ্কা করা হচ্ছে, মেইতি প্রধান অঞ্চলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন পাল্টা হামলা চালাতে পারেন।
মণিপুর রাজ্যে চলতি বছরের মে মাসের শুরু থেকে ছড়িয়ে পড়ে জাতিগত সহিংসতা। প্রায় দেড় শতাধিক মানুষ এখন পর্যন্ত চলমান সংঘাতে প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।