নগরীতে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৫:৫০:২৯ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ কর্তৃক হিজাব নিষিদ্ধ ও হাফেজ রেজাউল হত্যার বিচার দাবিতে সিলেটে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকাল ৫টায় কোর্ট পয়েন্ট থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কামরান চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।সংগঠনের সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান এর সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মোস্তফা আহমদ সোহানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি ডা: ফয়জুল হক, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমীন, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের শাবিপ্রবি শাখা সেক্রেটারি হোসাইন আহমদ, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি মুজিবুর রহমান খান, পশ্চিম জেলা সেক্রেটারি মো:আজমল হোসেন, সিলেট মহানগর অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান, প্রশিক্ষণ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক সাজিদুর রহমান, কোতোয়ালী পশ্চিম থানা সভাপতি আব্দুল মুকিত, মাদ্রাসা বিভাগ সভাপতি মাহবুবুর রহমান, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সভাপতি আব্দুল বাসিত, এমসি কলেজ সেক্রেটারি আহমদ সালমান, মদন মোহন সেক্রেটারি মিসবাহ আহমদ জয় প্রমুখ। বিজ্ঞপ্তি