মহালয়া উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৬:৫৬:১৩ অপরাহ্ন
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট-১৪৩০ বাংলার কার্যকরী পরিষদ গঠনকল্পে এক সাধারণ সভা শুক্রবার বেলা ১১ টায় সিলেট নগরীর মীরাবাজারস্থ বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়েছে।
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভাপতি প্রণব কুমার দেবনাথ এর সভাপতিত্বে ও সহ সভাপতি বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, রোটারিয়ান নীরেশ চন্দ্র দাশ, বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা তপন মিত্র।
সভায় অন্যান্যের মধ্যে ঢাকা থেকে মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক প্রশান্ত কুমার সাহা, যুগ্ম সমন্বয়কারী সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, শিক্ষক স্বপন চক্রবর্তী, সহ-সভাপতি উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, কবি সুমন বনিক, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস, পরিষদের পৃষ্ঠপোষক ডাঃ রঞ্জিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস প্রমুখ। পবিত্র গীতা পাঠের মাধ্যমে সভার সূচনা করেন সহ সাংগঠনিক সম্পাদক রাখাল সরকার।
সভায় পরিষদের ১৪৩০ বাংলার কার্যকরী কমিটি গঠনকল্পে প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, রোটারিয়ান নীরেশ চন্দ্র দাশ, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, প্রফেসর অরুণ চন্দ্র পাল, উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, শিক্ষক স্বপন চক্রবর্তী, কবি সুমন বনিক, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ ও ব্যাংকার অরুণ কুমার বিশ্বাসকে মনোনীত করে ৯ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটি গঠন করা হয়।সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডি.জি.এম প্রণব কুমার দেবনাথ-কে প্রধান সমন্বয়কারী, এপেক্সিয়ান চন্দন দাশকে সভাপতি, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাসকে সাধারণ সম্পাদক, ব্যাংকার অরুণ কুমার বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক, এনজিও কর্মকর্তা হারাধন দেব প্রভাষকে কোষাধ্যক্ষ মনোনীত করে ১৪৩০ বাংলার কার্যকরী কমিটি গঠন করা হয়।পরিষদের পরবর্তী সভা আগামী ৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় একই স্থানে অনুষ্ঠিত হবে। সভায় নবগঠিত কমিটির সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিতি থাকার জন্য পরিষদের সভাপতি এপেক্সিয়ান চন্দন দাশ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি