ইসলামী আন্দোলন মহানগরের সুরা অধিবেশন
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৬:৫৭:৫১ অপরাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে শনিবার বিকাল ৩টায় সুরমা মার্কেট মহানগরের দলীয় কার্যালয়ে মহানগরের সকল সূরা সদস্যদেরকে নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়।ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতি সাঈদ আহমদের সভাপতির ও নগর সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এর পরিচালনায় বৈঠকে চলমান রাজনৈতিক কার্যক্রম ও ইসলামী আন্দোলন এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম চরমোনাই কর্তৃক ঘোষিত জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে সকল দিক নির্দেশনা দেওয়া হয়েছে তা মেনে সংগঠনকে মজবুত করার জন্য এবং তৃণমূল পর্যায়ে সম্মেলন সফল এর লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
শুরা অধিবেশনে উপস্থিত ছিলেন ইসলামী বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, মাওলানা আসাদ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুস শহিদ, সম্পাদক মাওলানা মতিউর রহমান খান, দপ্তর সম্পাদক মোঃ জাবেদ আহমদ সহ মহানগর শুরা নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি