নেপালে আন্তর্জাতিক সেমিনারে ইনামুল আসিফ
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৮:২১:৪০ অপরাহ্ন
নেপালের কাঠমাণ্ডুতে জাভিয়ের ইন্টারন্যাশনাল কলেজে গত ২৯ ও ৩০ আগস্ট ইউথ পলিসি কনফারেন্সে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের লেকচারার ইনামুল আসিফ লতিফী অংশগ্রহণ করেন। সেখানে তিনি “আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি-ইনভেস্টিং ইন ইউথস” শিরোনামে একটি প্রেজেন্টেশন প্রদান করেন।
কনফারেন্সটি সম্মিলিতভাবে আয়োজন করে জেসিআই-নেপাল, ইউথ ডেভ সেন্টার, জাভিয়ের ইন্টারন্যাশনাল কলেজ, ল্যান্ড আওয়ার ফিউচার ও নিকলসন কলেজ। ইউথ পলিসি কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সাবেক পরিবেশ মন্ত্রী সুনীল কুমার মানানধার। বিজ্ঞপ্তি