মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৮:২১:০১ অপরাহ্ন
সাবেক প্রধান তথ্য কমিশনার, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ গোলাম রহমান বলেছেন, বিতর্ক শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের যুক্তিপূর্ণ দক্ষতা পরিমার্জিত করার, তাদের চিন্তাভাবনা প্রকাশ করার এবং বিভিন্ন বিষয়ের গভীর উপলব্ধি অর্জনের একটি প্ল্যাটফর্ম। তরুণ মনকে লালন করতে এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রোববার দুপুর ১২ টায় প্রফেসর এম হাবিবুর রহমান হলে অনুষ্ঠিত মেট্রোপলিটন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (এমইউডিসি) আয়োজিত সপ্তাহব্যাপী আন্তঃবিভাগীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
স্বাগত বক্তব্য রাখেন এমইউডিসির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাফাত আহমদ। বক্তব্য রাখেন স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর ড. মোঃ নজরুল হক চৌধুরী, রেজিস্ট্রার তারেক ইসলাম, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ইংরেজী বিভাগের প্রধান ড. রমা ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মাহফুজুল হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইমরান উদ্দিন, আইকিউএসির এডিশনাল ডাইরেক্টর দেবাশিষ রায়, এমইউডিসির প্রেসিডেন্ট মোঃ আমজাদ হোসেন, প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ আজকের সিলেট এর ব্যুরো চিফ ইয়াহিয়া মারুফ ও সিলেট প্রতিনিধি লবিব আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন ও রানারআপ হয় যথাক্রমে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইংরেজী বিভাগ। প্রফেসর ড. মোঃ গোলাম রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে ড. মোঃ গোলাম রহমান মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে পৌঁছলে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিজ্ঞপ্তি