হবিগঞ্জে বিএসটিআই’র অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৯:০৮:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্যের গুনগত মান নিয়ন্ত্রণ সংক্রান্ত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রেখেছে বিএসটিআই সিলেট। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার হবিগঞ্জ জেলায় র্যাব-৯ এর যৌথ সমন্বয়ে অভিযান চালায় বিএসটিআই। অভিযানে নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ৭টি মামলা এবং ৪ প্রতিষ্ঠান থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয় থেকে জানানো হয়েছে, হবিগঞ্জের মাধবপুর আল আমিন ফুড ফেয়ারে ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) পণ্যের অনুকূলে সিএম সনদ গ্রহণ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে উৎপাদন এবং বাজারজাতকরণ করার অপরাধে বিএসটিআই আইনে ৭০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে শায়েস্তাগঞ্জের পানাহার হোটেল এন্ড রেস্টুরেন্টে বিএসটিআই আইনে ৪০ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শায়েস্তাগঞ্জ আল মাসুদ হোটেল এন্ড রেস্টুরেন্টকে বিএসটিআই আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে শায়েস্তাগঞ্জ মেসার্স রিজিক মসলা মিলকে উৎপাদন ও মোড়কজাতকৃত মরিচ, হলুদ ও ধনিয়া গুড়া পণ্যের অনূকূলে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় এবং ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না
থাকায় বিএসটিআই আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির শাহ-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) রাইসুল ইসলাম ও ফিল্ড অফিসার (সিএম) মোঃ আল আমিন প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।