এসি বিস্ফোরণে বেতার সিলেট কেন্দ্রে অগ্নিকাণ্ড
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৯:৩৬:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের মীরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১টার দিকে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্র বিস্ফোরণে এই আগুন লাগে বলে বেতার কর্তৃপক্ষ জানিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এ দিকে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় ৩ ঘন্টা কেন্দ্রটির তিনটি এফএম চ্যানেলের সম্প্রচার বন্ধ ছিলো। পরে বিকেল ৪টার দিকে সম্প্রচার স্বাভাবিক হয়। বিষয়টি দৈনিক জালালাবাদকে নিশ্চিত করেছেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন।বেতার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কেন্দ্রের ট্রান্সমিটার কক্ষে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার তিন ঘন্টা পর সম্প্রচার শুরু হয়। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা হয়নি।