সিলেটে ফের ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৯:৩৮:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ফের ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারী গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা ৩০ বস্তা চিনি জব্দ করা হয়। এ ঘটনায় ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। গতকাল তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জের ছাতক থানার ভাতগাঁও গ্রামের মো: আক্তার হোসেন (৩৫), সিলেটের দক্ষিণ সুরমা থানার চন্ডিপুল বাইপাস এলাকার ফখরুল ইসলাম (৩২) ও মো: কফিল উদ্দিন (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির জালালাবাদ শনিবার সকালে থানাধীন উমাইরগাঁও ব্রিজে চেকপোষ্ট একটি পিকআপ গাড়ি তল্লাশির সময় ভারতীয় ৩০ বস্তা চিনিসহ ৩ চোরাকারবারী আটক করে পুলিশ। এ সময় চোরাচালান কাজের ব্যবহৃত পিকআপ গাড়িও জব্দ করা হয়। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।