সিলেটে ফের ইয়াবার বড় চালানসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৯:৩৯:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ফের ইয়াবার বড় চালানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার বটেশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা সাড়ে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবারির নাম রায়হান উদ্দিন (৩৫)। সে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার কারিদা গ্রামের মৃত রইব আলীর ছেলে।বিষয়টি নিশ্চিত করে এসএমপির শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন- গোপন সংবাদের ভিত্তিতে থানার টহল টিম বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রায়হানকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।এর আগে গত বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর আম্বরখানা এলাকার পেট্রোল পাম্পের সামন থেকে তিন মাদক কারবারিকে কয়েক হাজার পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে তাদের সঙ্গে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে নগরের পীর মহল্লা আবাসিক এলাকার প্রভাতী ৪১/সি বাসা থেকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৫০ হাজার টাকা ও চেক বই জব্দ করে। এ অভিযানে মোট ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।