বিসিএসআইআর ও সিকৃবির মাঝে গবেষণা চুক্তি স্বাক্ষর
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ৬:৪৪:১০ অপরাহ্ন
শাবি সংবাদদাতা: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝে পারস্পরিক গবেষণা সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।রোববার দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।প্রধান অতিথির বক্তব্যে বিসিএসআইআর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ বলেন, বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা ২০৪১ সালের স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে মেধা ও যোগ্যতা দিয়ে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।
অনুষ্ঠানে সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বর্তমানে কৃষি গবেষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। যার দরুণ দেশে নতুন নতুন কৃষি প্রযুক্তি ও গবেষণা বেড়েই চলছে। তিনি আরো জানান, নতুন এই চুক্তির ফলে শিক্ষক ও গবেষকদের পাশাপাশি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নততর গবেষণার সুযোগ পাবে।
এসময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড, প্যারাসাইটোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তিলক চন্দ্র নাথসহ শিক্ষক, কর্মকর্তাবৃন্দ, বিসিএসআইআর পরিষদের সদস্য (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), সদস্য (অর্থ) ও পরিষদ সচিব শাহ্ আবদুল তারিকসহ বিভিন্ন গবেষণাগারের পরিচালকবৃন্দ।