এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর মঙ্গলবার। ২০০৯ সালের এই দিনে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়ীয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল যান।
এদিকে মরহুম এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, তাঁর পরিবার ও রাজনৈতিক সংগঠন বিএনপি।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার সদর উপজেলার গ্রামের বাড়ি বাহারমর্দানে কুরআন খতম, মিলাদ, দোয়া ও শিরনি বিতরল করা হবে। এছাড়া মৌলভীবাজারস্থ বাগানবাড়ীতে সাইফুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত সাইফুর রহমান মিউজিয়ামের উদ্বোধন করা হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির একটি দল মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করতে মৌলভীবাজার যাবেন। সেখানে তারা অন্যান্য কর্মসূচীতে অংশ নিবেন। এছাড়া কেন্দ্রীয়ভাবে ২/৩ দিন পর রাজধানীতে সাইফুর রহমান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এম সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সাইফুর রহমান সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ভাষা আন্দোলনে যুক্ত থাকায় তিনি গ্রেফতার হয়ে এক মাস কারাবরণ করেন। সাইফুর রহমান ১৯৭৬ সালে জিয়াউর রহমানের সামরিক সরকারে বাণিজ্য উপদেষ্টা নিযুক্ত হন। অর্থমন্ত্রী হিসেবে তিনি জাতীয় সংসদে ১২ বার বাজেট পেশ করেন। ২০০৫ সালে ভাষা আন্দোলনে তার অবদানের জন্য তাকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা পদক একুশে পদকে ভূষিত করা হয়।