আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুব সংগঠনের ভূমিকা শীর্ষক মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ৭:১২:৩৪ অপরাহ্ন
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম বলেন, বেকারত্বের অভিশাপ থেকে যুব সমাজকে বাঁচাতে আত্মকর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই। বেকারত্বের অভিশাপ থেকে যুব সমাজকে মুক্ত করতে যুব সংগঠনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়ংশই যুব আর এই যুবকরাই দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি।তিনি শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি ও সিলেট যুব উন্নয়ন পরিষদ এর যৌথ উদ্যোগে ও কোম্পানীগঞ্জ সাদা পাথর যুব সমিতির সহযোগিতায় আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুব সংগঠনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক এর সভাপতিত্বে ও ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মোঃ নজরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল, সুরমা নারী উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ শিবলী বেগম, দেশ যুব সংগঠন এর সভাপতি কামাল মিয়া।
সাদা পাথর ইঞ্জিন চালিত যুব সমিতির সভাপতি আফসর আহমদ মীপার স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাদা পাথর ইঞ্জিন চালিত যুব সমিতির উপদেষ্টা জসিম উদ্দিন, সহ সভাপতি মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক মইন উদ্দিন, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমদ কাওছার, যুব উদ্যোক্তা জুবের আহমদ, নারী উদ্যোক্তা কেয়া আহমদ, আত্মকর্মী নামিরা ফিশারী এন্ড বহুমুখী ফার্মের পরিচালক নিজাম উদ্দিন, সিলেট যুব উন্নয়ন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক খলিল মিয়া, নারী উদ্যোক্তা তুলি ও কুমকুম। অনুষ্ঠানে স্থানীয় এলাকার যুব সমাজ, ব্যবসায়ী ও মুরব্বীয়ানরা উপস্থিত ছিলেন। পরে সংগঠনের পক্ষ থেকে পর্যটন এলাকায় একটি গাছের চারা রোপণ এবং নৌকা ভ্রমণ করেন আয়োজক সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি