দিনমজুর রিকশা শ্রমিকদের ফ্রি গামছা বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ৭:১৩:৫৪ অপরাহ্ন
সিলেটে দরিদ্র দিনমজুর রিকশা শ্রমিকদের মধ্যে ফ্রি গামছা বিতরণ অনুষ্ঠান সোমবার নগরীর জিন্দাবাজারে অনুষ্ঠিত হয়।সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন আয়োজিত গামছা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও শ্রমিক নেতা আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর।বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকসা মালিক শ্রমিক কল্যাণ পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, সিসিকের ১০নং ওয়ার্ড শাখার সভাপতি খাজা মিয়া, শাহপরান থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা কৃষি শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম, গোয়াইনঘাট থানা মৎসজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন বিরাই, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি হাফিজ আব্দুল মালিক, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দ্বিন ইসলাম, প্রচার সম্পাদক বাহার উদ্দিন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, সুবিদবাজার শাখার সভাপতি আক্কাস আলী, শাহী ঈদগাহ শাখার সভাপতি আলমগীর হোসেন সালমান, বালুচর শাখার সভাপতি জহুরুল ইসলাম, মজুমদার পাড়া শাখার সভাপতি আব্দুল জব্বার, কানিশাইল শাখার সাধারণ সম্পাদক রাসেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি লায়েক আহমদ, চৌখিদেখী শাখা সভাপতি মোবারক আলী, সাদাপাড়া শাখা সভাপতি আইয়ুব আলী প্রমুখ।অনুষ্ঠানে প্রায় ১ শতাধিক রিকশা শ্রমিকদের মধ্যে ফ্রী গামছা বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি