ভারতে দুই ঘণ্টায় ৬১ হাজার বজ্রপাত
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫৬:২০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওড়িশায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। অঞ্চলটিতে ২ ঘণ্টায় প্রায় ৬১ হাজার বজ্রপাত হয়। দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অঞ্চলটিতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সর্তকতা জারি করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণিঝড় সঞ্চালন পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে এবং এর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আইএমডি।বিশেষ ত্রাণ কমিশনার (এসআরসি) সত্যব্রত সাহু বলেছেন যে ওড়িশায় ৬১ হাজার বজ্রপাত হয়েছে। আইএমডি আরো বলেছে, এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এসআরসি জানিয়েছে , বজ্রপাতে নিহতদের মধ্যে চারজন খুরদা জেলার, দুজন বালাঙ্গির এবং একজন করে আঙ্গুল, বৌধ, ঢেঙ্কানাল, গজপতি, জগৎসিংপুর ও পুরীতে। এছাড়া, গজপতি ও কান্ধমাল জেলায় বজ্রপাতে আটটি গবাদি পশু মারা গেছে। শাহু জানান, প্রতিটি শোকাহত পরিবারকে ৪ লাখ রুপি করে সহায়তা দেওয়া হবে ।