রেলস্টেশনের প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ছে
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ৮:১০:৫৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: রেল যাত্রীদের ট্রেনে আরোহণ ও অবতরণের সুবিধার জন্য প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানোর কার্যক্রম চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। সোমবার সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে এ সব তথ্য জানান মন্ত্রী। তিনি জানান, প্ল্যাটফরমের উচ্চতা বাড়ানোর পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য স্টেশনগুলোতে হুইল চেয়ার ও র্যাম্প রাখা হচ্ছে। বিনা টিকিটের যাত্রী যেন স্টেশন বা ট্রেনে প্রবেশ করতে না পারে সে জন্য বড়ো স্টেশনগুলোতে ফেন্সিং নির্মাণ করা হয়েছে।