চমন ও ফাহিমকে গ্রেফতারে যুবদলের নিন্দা
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪০:০২ অপরাহ্ন
সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য সাহেদ আহমদ চমন ও জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সাবেক সদস্য ফাহিম আহমেদকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। অবিলম্বে চমন ও ফাহিমসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন অবিলম্বে যুবদল নেতা চমন ও স্বেচ্ছাসেবক দল নেতা ফাহিমসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবী জানান। বিজ্ঞপ্তি