কানাইঘাটে শিশুকে বিষ খাইয়ে হত্যা : নারীর যাবজ্জীবন
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ৯:৩৩:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের কানাইঘাটে দেবরের দেড় মাসের শিশুসন্তানকে (ছেলে) বিষ পান করিয়ে হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ (৫ম) আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল (৬)-এর বিচারক মো. আক্তার হোসেন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন- সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী সুমানা আক্তার সুরমা (৩৫)।সোমবার দৈনিক জালালাবাদকে রায়ের সত্যতা নিশ্চিত মামলার বাদী পক্ষের আইনজীবী এপিপি মোস্তফা দেলোয়ার আল-আজহার।আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ ডিসেম্বর কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের দেড় মাসের শিশু নাদিম আহম্মেদকে কীটনাশক খাইয়ে হত্যা করেন সুরমা। নাদিমের চাচী সুরমা দেবরের স্ত্রীর প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে এ হত্যাকাণ্ড ঘটান। ঘটনার পর নজরুল ইসলামের স্ত্রী বাদী হয়ে সুরমাকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।এদিকে, ঘটনার পর পালিয়ে যান একমাত্র আসামি সুরমা। পরবর্তীতে ২০১৮ সালের ২৮ জানুয়ারি দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।মামলা চলাকালীন বাদী, তদন্ত কর্মকর্তা, ডাক্তারের জবানবন্দী ও ১৬জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আসামি সুরমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন নুর আহমেদ ও বাদী পক্ষের আইনজীবী ছিলেন এপিপি মোস্তফা দেলোয়ার আল-আজহার।