এমপিওভুক্ত হলেন ৪৬৮ জন মাদ্রাসা শিক্ষক-কর্মচারী
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ৯:৩৪:৫৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬৮ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। আগস্ট মাসের এমপিও বাবদ শীঘ্রই বেতনভাতা পাবেন তারা।মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির রোববারের সভায় এমপিওভুক্তির এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত আগস্ট মাসে শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির আবেদন করেছিলেন। তথ্য যাচাই বাছাই করে ৪৬৮ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার সহকারী পরিচালক মো. লুৎফর রহমান বলেন, আগস্ট মাসে যারা এমপিওভুক্ত হয়েছেন তাদের মধ্যে বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ পাওয়া অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার ও কর্মচারী রয়েছেন। আর এর সঙ্গে নতুন এমপিওভুক্ত হওয়া কিছু শিক্ষক কর্মচারীও রয়েছেন।