উলামা মাশায়েখ পরিষদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ৬:১০:৩৫ অপরাহ্ন
বিশ্বব্যাপী কুরআনের খেদমতে সাঈদীর অবদান অনুকরণীয় দৃষ্টান্ত
উলামা মাশায়েখ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ বলেছেন, বিশ^নন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র.) শুধু বাংলাদেশ নয়, গোটা বিশে^ কুরআনের তাফসির করে বেরিয়েছেন। তাঁর কুরআন-হাদীসভিত্তিক জ্ঞানগর্ভ আলোচনা শুনে অনেক দিকভ্রান্ত মুসলমান ইসলামের পথে ফিরে এসেছে। অনেক বিধর্মী ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিশ্বব্যাপী কুরআনের খেদমতে আল্লামা সাঈদী (র.) এর অবদান আলেম-উলামাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে আল্লামা সাঈদী (র.) এর উপর জুলুম ও তাঁর শাহাদাতের বদলা নেয়া হবে।
সোমবার রাতে উলামা মাশায়েখ পরিষদ সিলেটের উদ্যোগে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা এবং দোয়া মাহফিলে বক্তাগণ উপরোক্ত কথা বলেন।পরিষদের সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মাওলানা সোহেল আহমদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী।আল্লামা সাঈদী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন পরিষদের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ অলিউর রহমান সিরাজী, হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আসাদুর রহমান ও হাফিজ মাওলানা মুখলিসুর রহমান। শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা দ্বীন ইসলাম।আল্লামা সাঈদী (র.) এর মাগফেরাত ও শাহাদাত কবুলিয়াত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী।