একমাসে বিএসটিআই’র ৬ লক্ষাধিক টাকা জরিমানা আদায়
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫১:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে বিগত আগস্ট মাসে অভিযান চালিয়ে ৬ লাখ ২২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। এসময় বিভাগের ৪ জেলা মিলে মোট ১৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৩০টি মামালার মাধ্যমে এই জরিমানা করা হয়েছে। ওজন ও পরিমাপ মানদ- আইন ২০১৮ এবং বিএসটিআই আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে বেকারি, মুদি দোকান, ডিপার্টমেন্টাল স্টোর, গোশতের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।