মৌলভীবাজারে সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫৮:৩৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান’র ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার, বিএনপি ও সহযোগী সংগঠন।এ উপলক্ষে মঙ্গলবার স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার বাহারমর্দনে কোরআন খতম, মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো, বাদ যোহর মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমানের পুত্র বিএনপির নির্বাহী সদস্য, জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ পরিবারের সদস্য ও বিএনপি নেতৃবৃন্দ। এছাড়াও দলীয়ভাবে জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ এলাকায় মিলাদ মাহফিল, দোয়াসহ নানা কর্মসূচী পালন করেন।
পৃথকভাবে বিকেল ৫ টায় সদর উপজেলার নিতেশ্বর এলাকায় অবস্থিত পাঁচতারকা মানের দুসাই রিসোর্টের সামনে এম সাইফুর রহমান স্মৃতি যাদুঘরের ভিত্তি স্থাপনের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ বিএনপির নেতা কর্মীরা।