জাকারিয়া শিপলুর মাতৃবিয়োগ, দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ৯:০৩:৩৪ অপরাহ্ন
সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল দলের সাবেক গোলরক্ষক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলুর মাতা ইমারা বেগম (৬৮) সোমবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার জানাযার নামাজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বাদ জোহর কাজীটুলা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে শাহজালাল দরগা গোরস্থানে দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি