মিরাবাজারে ফিলিং স্টেশনে জেনারেটর বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৯
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ৯:১৬:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ ৯ জন অগ্নিদগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরের মিরাবাজারস্থ দাদা পীরের মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেন এসএমপির কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।এ ব্যাপারে বিরতি সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার আক্তার হোসেন জানান, কম্প্রেসার কক্ষের একটি বাল্ব বিস্ফোরণ থেকে অগ্নিকা-ের সূত্রপাত। আহতদের মধ্যে ৮ জন কর্মচারি ও ১ জন পথচারী রয়েছে। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখানো বলা যাচ্ছেনা, তবে ৪/৫ লাখ টাকার বেশি হতে পারে।