মিরাপাড়ায় অভিযানে পুলিশ, পালালো টিলা কর্তনকারীরা
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ৯:১৭:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল পেয়ে সিলেটে টিলা কাটার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় টিলা কাটার সাথে জড়িত ব্যক্তিরা অভিযানের টের পেলে পালিয়ে যায়। মঙ্গলবার দুপুর মহানগরীর ২৪নং ওয়ার্ডের মিরাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাপাড়া এলাকার মনির মিয়ার ছেলে আবু সিদ্দীক পাপ্পু কয়েকদিন থেকে স্থানীয় একটি টিলা কাটছিলো। গতকাল সকালে প্রতিদিনের মতো তারা টিলা কাটতে লাগলে এলাকার বেলাল আহমদ নামের এক ব্যক্তি জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে কাউকে পায়নি। এরই আগেই খবর পেয়ে টিলাকাটার সাথে জড়িত পাপ্পু পালিয়ে যায়।অভিযোগকারী বেলাল বলেন, বিষয়টি সিলেট পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে। তারা বলেছে ব্যবস্থা নিবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই দুলাল মিয়া বলেন, অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।