গোলাপগঞ্জে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ৯:২৭:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে রিপা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। তিনি দুবাই প্রবাসী জয়নাল আহমদের স্ত্রী। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম তেরাগুলি এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর সতের বছর বয়সী এক ছেলে ও পনের বছর বয়সী মেয়ে সন্তান রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেন গৃহবধূ রিপা বেগম। এ সময় তার মেয়ে পাশের রুম থেকে অস্বাভাবিক শব্দ শুনে গিয়ে দেখতে পায় তার মা তীরের সাথে ঝুলছেন। আত্মহত্যার আগে ওই গৃহবধূ মেয়েকে নিয়ে চাচা শশুড়ের ঘরে ছিলেন। সেখান থেকে আসার কিছুক্ষণ পর তিনি গলায় ফাঁস দেন বলে জানা গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক লুৎফুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- দুই সন্তানের বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।