হবিগঞ্জে খেলার মাঠে যুবকের লাশ
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ৯:২৯:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরে খেলার মাঠ থেকে এক দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরশহরের নিউফিল্ড মাঠ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।ওই দোকান কর্মচারীর নাম শিমুল মিয়া (২৫)। সে লাখাই উপজেলার বামৈ কাটিহারা গ্রামের বাসিন্দা ও শহরের কোর্টস্টেশন রোডের ধানশিড়ি দোকানের কর্মচারি।জানা যায়, সোমবার বিকেল থেকে শিমুল মিয়াকে খুজে পাওয়া যাচ্ছিল না। রাতেও তাকে খুজে পায়নি স্বজনসহ তার সহপাঠিরা। গতকাল সকালে নিউফিল্ড মাঠে একটি মরদেহ পড়ে থাকার খবর শুনে শিমুলের সহপাঠি জাহিদুল ইসলাম সুমন সেখানে গিয়ে তার মরদেহ শনাক্ত করে।
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: খলিলুর রহমান জানান, কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশী তদন্ত ও ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে নেশা জাতীয় কিছু খাওয়ার পর তার মৃত্যু হতে পারে।