এইচএসসির ১০তম দিন : সিলেট বোর্ডে ২ জনসহ ১৭ পরীক্ষার্থী বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ৯:৪০:২১ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : এইচএসসি ও সমমানের পরীক্ষার দশম দিনে মঙ্গলবার সারাদেশে ১৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এরমাঝে সিলেট বোর্ডের ২ জন রয়েছে। এদিন ১০ হাজার ৮১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে এইচএসসির রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন আলিমে আল ফিকহ প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর এদিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি বিএম-বিএমটি দ্বাদশ শ্রেণির কম্পিউটারাইজড অ্যাকাউনন্টিং সিস্টেম ২ ও উচ্চতর হিসাব বিজ্ঞান বিষয়ের ও একাদশ শ্রেণির কম্পিউটারাইজড অ্যাকাউনন্টিং সিস্টেম ১ ও প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং বিষয়ের, ভোকেশনাল দ্বাদশ শ্রেণির ঐচ্ছিক বিষয় এবং ডিপ্লোমা ইন কমার্সের একাদশ শ্রেণির প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১৭ বহিস্কৃতের মধ্যে ১৪ জন এইচএসসি পরীক্ষার্থী ও ৩ জন আলিম পরীক্ষার্থী। এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১ জন, কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর বোর্ডে ১ জন, চট্টগ্রাম বোর্ডের ৩ জন, সিলেট বোর্ডের ২ জন, দিনাজপুর বোর্ডে ৩ জন ও ময়মনসিংহ বোর্ডের ৩ জন রয়েছেন।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। মঙ্গলবার পরীক্ষা ছিলো ৯ লাখ ৭৩ হাজার ৭৬৪ জনের। এদের মধ্যে ২ হাজার ৬৪৯টি কেন্দ্রের মধ্যে ২ হাজার ৬৪৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ৬২ হাজার ৯৪৭ জন।
অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডের ১ হাজার ৮২৪ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ১০১ জন, কুমিল্লা বোর্ডের ৬০৯ জন, যশোর বোর্ডের ৭৩০ জন, চট্টগ্রাম বোর্ডের ৫০০ জন, সিলেট বোর্ডের ৫৪৯ জন, বরিশাল বোর্ডের ৪৯৪ জন, দিনাজপুর বোর্ডের ৯১৮ জন ও ময়মনসিংহ বোর্ডের ৪৩২ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের আলিমের ৩ হাজার ৭৫ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের ৫৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।