ডেঙ্গুতে মৃত্যু সাড়ে ৬শ’ ছাড়ালো
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ৯:৪৪:১৫ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : ডেঙ্গুর দাপট এখন বেশি গ্রামে। দিন যত যাচ্ছে, ডেঙ্গুতে মৃত্যুর মিছিল ততই দীর্ঘ হচ্ছে। একদিনে আরও ১১ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ৬৫৭ জন মারা গেছেন ডেঙ্গুতে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরের এ পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৯১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে রাজধানীতে ৬২ হাজার ৪৪০ জন এবং ঢাকার বাইরে ৭৩ হাজার ৪৭৬ জন। মৃত ৬৫৭ জনের মধ্যে নারী ৩৮০ জন এবং পুরুষ ২৭৭ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ১৮১ জন এবং রাজধানীতে ৪৭৬ জন।
মঙ্গলবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৭৮২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৫১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৩১ জন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ২ হাজার ৭৮২ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩২ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৪৯ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৮৩ জন। চলতি বছরের এ পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৯১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ৮৪ হাজার ১৯৬ জন এবং নারী ৫১ হাজার ৭২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৬ হাজার ১২৭ জন।অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। জুলাইতে শনাক্ত ৪৩ হাজার ৮৫৪ জন এবং মারা গেছেন ২০৪ জন। আগস্টে ৭১ হাজার ৯৭৬ জন শনাক্ত এবং প্রাণহানি ৩৪২ জনের। সেপ্টেম্বরের ৫ দিনে শনাক্ত রোগী ১২ হাজার ১০৮ জন এবং মারা গেছেন ৬৪ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় নেই।