মুফতি ফয়জুল করীম হাসপাতালে
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫২:০০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনায় দলীয় সফররত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে আনা হয়। তার ছেলে সৈয়দ ফজলুল করিম মুজাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন । ফয়জুল করীম দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর দলের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে খুলনায় যান ফয়জুল করীম। সেখানে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একই সঙ্গে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার ঢাকার একটি হাসপাতালে আনা হয়।