কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাবের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৬:০৭:১৯ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শামছুন্নাহারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধর, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দের মধ্যে আহমদ হোসেন চৌধুরী, আব্দুল করিম, ময়নুল হক, আব্দুল কাদের, নিলু বেগম, শামসুল করিম শামীম, আব্দুল মালিক, হোসনেয়ারা বেগম, আব্দুর রহিম, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের প্রতিনিধি কল্যাণী রানী দাস প্রমুখ।