আজমিরীগঞ্জ থানা পরিদর্শনে আইজিপি
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৬:০৯:৫৪ অপরাহ্ন
আজমিরীগঞ্জ থেকে সংবাদদাতা: হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানা পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লা আল-মামুন। মঙ্গলবার দুপুরে তিনি এ থানা পরিদর্শন করেন। এসময় আইজিপিকে গার্ড অব অনার প্রদান করেন আজমিরীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ও ফুলেল শুভেচ্ছা জানান।এ সময় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ একটি শতবর্ষি পুরনো প্রতিষ্ঠান। আমরা জাতীয় ও ইউনিয়ন নির্বাচন কাউন্সিলের বিভিন্ন নির্বাচন, সাধারণ মানুষের ঈদ যাত্রা, পূজাসহ সব ধরনের উৎসব উদযাপনের জন্য সার্বিক নিরাপত্তা দিয়ে আসছি এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছি। বাংলাদেশ পুলিশ আগামী নির্বাচনে দায়িত্ব পালন এবং নির্বাচনের যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্যও প্রস্তুত রয়েছে। গতদিনেও যেভাবে দায়িত্ব পালন করেছে আগামী দিনেও সেভাবেই দায়িত্ব পালনে তারা বদ্ধপরিকর।এছাড়া আইজিপি থানার বিভিন্ন অবকাঠামো এবং আশপাশের এলাকা পরিদর্শন এবং বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, হাবগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে প্রমূখ ।