ধর্মের অপব্যখ্যা সমাজকে চরম ক্ষতির সম্মুখীন করতে পারে : মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৬:১৫:১৮ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ধর্ম এসেছে মানুষের কল্যাণে। তাই মানুষকেই তা যথাযথভাবে পালন করা উচিত। নতুবা কল্যাণের বিপরীত ফল পোহাতে হবে আমাদের। তাই ধর্মগুরুদের কাছে ধর্মের যথাযথ ব্যাখ্যা আমাদের সকলের কাম্য। কারণ ধর্মের মত স্পর্শকাতর বিষয়ে সামান্য অপব্যাখ্যা মানব সমাজকে চরম ক্ষতির সম্মুখীন করতে পারে।বুধবার ভোরে সিলেট নগরীর মাছিমপুর মণিপুরী পাড়ায় সনাতন ধর্মের প্রাণপুরুষ পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে আয়োজিত নগর পরিক্রমার উদ্বোধনকালে তিনি একথাগুলো বলেন। নগর পরিক্রমার মধ্যদিয়ে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মণিসেনা সিংহ, সাধারণ সম্পাদক স্বপন কুমার সিংহ, পরিষদের নেতা অলক সিংহ, রণজিত সিংহ, ধীরজিৎ সিংহ ধীরু, সুনীল সিংহ ছাড়াও ভক্তবৃন্দ।জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। নগরীর মাছিমপুর মণিপুরী পাড়ার শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী।পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসবে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মণিসেনা সিংহ ও সাধারণ সম্পাদক স্বপন কুমার সিংহ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি