মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির মাজার জিয়ারত
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৬:১৭:৩০ অপরাহ্ন
সিলেট মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির মাজার জিয়ারত ও সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।মঙ্গলবার বাদ আসর নব-নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নিয়ে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট নিহত সকল সদস্যদের রুহের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়।পরে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনকালে পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি