ছাতকে মাসুম হত্যাকাণ্ডের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৬:৫৭:৪৬ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকে মোজাম্মেল হোসেন মাসুম হত্যাকা-ের ঘটনায় সুনামগঞ্জের আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ৭ জনের বিরুদ্ধে আদালতে এ মামলা দায়ের করেন নিহত মোজাম্মেল হোসেন মাসুমের পিতা মফিজুর রহমান।গত শুক্রবার গভীর রাতে সুরমা নদীর পাড়ে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত মোজাম্মেল হোসেন মাসুম (৩৭) পূর্ব নোয়ারাই গ্রামের সাবেক মেম্বার, পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমানের পুত্র।মামলায় আসামি করা হয়েছে পৌরসভার বাগবাড়ি মহল্লার বাসিন্দা হুমায়ুন কবিরের পুত্র হোসাইন আহমদ এবং নোয়ারাই মহল্লার বাসিন্দা মৃত আহমদ আলীর পুত্র মুনসুর আলম, সফিকুল আলম ও শাহ আলম, মৃত আয়বর আলীর পুত্র সমর আলী, মঙ্গল মিয়ার পুত্র সুমন মিয়া। নামাঙ্কিত আরেক আসামি শাহীন আলম পিতা অজ্ঞাত।
এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ৫-৬ জন কে আসামি করা হয়েছে।সুনামগঞ্জ আদালতের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোছাঃ ইশরাত জাহান মামলাটি এফআইআর ভুক্ত করতে ছাতক থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।ছাতক থানার ওসি (তদন্ত) আরিফ হোসেন জানান, আদালতে মামলা দায়েরের খবর পেয়েছেন তিনি। এ ঘটনায় হোসাইন আহমদ নামের একজন আসামি জেল হাজতে রয়েছে।