বালাগঞ্জে আড়াই লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৭:১৯:২২ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ভেড়াঘাগটিয়া বিল জলমহালে আকষ্মিক মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে পুড়ে ধ্বংস করা হয় এবং ওই ইউনিয়নের উমর আলী (বনগাঁও), উপেন্দ্র (তেঘড়িয়া) নামীয় দুইজনকে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা করা হয়। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তারের দিকনির্দেশনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার উপজেলা জ্যেষ্ঠ মৎস্য দপ্তরের বাস্তবায়নে দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা অবধি অভিযানে আড়াই লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী (ম্যাজিক), বস্তা জাল, মশারী (কাপড়ী) জাল, কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনার সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক (অ:দা:) ও বালাগঞ্জ থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস বলেন, দেওয়ানবাজার ইউনিয়নের ভেড়াঘাগটিয়া বিল জলমহাল ও আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধ জালগুলো জব্দ করে জনসম্মুখে পুড়ে বিনষ্ট করা হয়। অবৈধ জাল দিয়ে ছোট মাছের পোনা ও মা মাছ ধরে ফেললে মাছের সংকট এবং আমিষের ঘাটতি দেখা দিবে।