শ্রীমঙ্গলে তালামিযের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪৩:০৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাযিল মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা আয়োজিত দাখিল, এসএসসি ও ছাদিছ জামাতে উত্তীর্ণ কৃতী সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু।
উপজেলা সভাপতি রাকিবুল ইসলাম সালেহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম ও প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন ইমন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য এম. কাওছার আহমদ, মৌলভীবাজার জেলা সভাপতি মো. আলী রাব্বী রতন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির খাঁন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুব আহমদ সালেহ, সংগঠনের মৌলভীবাজার জেলার সহ-সভাপতি মো. আবুল কাশেম, হবিগঞ্জ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, মৌলভীবাজার জেলার প্রশিক্ষণ সম্পাদক মো. রুমেন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা মুজিবুর রহমান মাদানী, সহ-সভাপতি মাওলানা আব্দুল মজিদ, পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা শামছুদ্দোহা খাঁন আবু বকর, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ উদ্দীন, নবীগঞ্জ সরকারি কলেজ প্রভাষক মাঈনুল ইসলাম জাকির, সংগঠনের শ্রীমঙ্গল উপজেলার সাবেক সভাপতি আবু সুফিয়ান রায়হান, শ্রীমঙ্গল পৌর সভাপতি মো. শায়েল আহমদ, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, শ্রীমঙ্গল আলিয়া মাদরাসা সভাপতি ফয়সাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি