চোরাই পথে আসছে ডেঙ্গু পরীক্ষার ‘নকল’ কিট
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫০:২৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দেশে ডেঙ্গু রোগের ভয়াবহতার সুযোগে একটি অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে। বেশি লাভের লোভে চক্রটি চোরাই পথে ভারত থেকে ডেঙ্গু পরীক্ষার ‘নকল’ কিট দেশে আনছে। এর একটি চালান ধরা পড়েছে পুলিশের হাতে। এসব কিট আসল নাকি নকল, তা জানতে পরীক্ষাগারে পাঠিয়েছে পুলিশ। এগুলো মানহীন বলেই ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে।
সম্প্রতি ডেঙ্গু পরীক্ষার ফলাফল নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। কেউ কেউ ডেঙ্গু আক্রান্ত হলেও পরীক্ষায় নেগেটিভ ফল আসছিল। তবে চোরাই পথে আসা এসব কিটের কারণে এমনটা ঘটেছে কি না- তা তদন্ত করেনি কর্তৃপক্ষ। এদিকে চোরাই পথে আসা ডেঙ্গু পরীক্ষার কিট ধরা পড়ার পর নজরদারি বাড়িয়েছে পুলিশ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এসব কিট যাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘কিটের বিষয়ে সব হাসপাতাল-ক্লিনিককে নির্দেশনা দেওয়া রয়েছে। এরপরেও যেহেতু অননুমোদিত কিট দেশে ঢোকার তথ্য মিলছে, সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর আরও সতর্কতা গ্রহণ করবে। তবে দেশের হাসপাতাল-ক্লিনিকগুলোতে সরকার অনুমোদিত কিট ব্যবহার হচ্ছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘বিষয়টি উদ্বেগের। এ বিষয়ে তৎপরতা চালাবে স্বাস্থ্য অধিদপ্তর। যেন অধিদপ্তরের অগোচরে কোনো হাসপাতাল-ক্লিনিক বা বেসরকারি অন্য কোনো পর্যায়েও সরকার অনুমোদিত কিট ছাড়া অন্য কিছু ব্যবহার না হয়।’ ধরা পড়া কিটের চালান সম্পর্কে পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে এগুলো সরবরাহ করতে চেয়েছিল। এসব কিট অনুমোদিত নয়। এগুলো ব্যবহার করে পরীক্ষা করলে যে রোগীর ডেঙ্গু হয়নি- তাকেও ডেঙ্গু রোগী হিসেবে শনাক্ত করা হতে পারে। আবার যে আক্রান্ত তার ডেঙ্গু নেগেটিভ রিপোর্ট আসতে পারে। এ কিটের পরীক্ষার ওপর নির্ভর করে চিকিৎসক রোগীকে ব্যবস্থাপত্র দিলে তা রোগীর জন্য ভয়ংকর বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
পুলিশ জানিয়েছে, গত সোমবার দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় চট্টগ্রামগামী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কিট জব্দ করা হয়েছে। এসময় মাইক্রোবাসের চালকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।