মিরাবাজারে ফিলিং স্টেশনে বিস্ফোরণ : দগ্ধদের অবস্থার অবনতি, ঢাকায় প্রেরণ
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৯:০৫:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরের মিরাবাজারে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ৯ জনের শারিরীক অবস্থার অবনতি হয়েছে। তাদের প্রত্যেককে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।আহতরা হলেন- রিপন মিয়া (৩৪), লুৎফুর রহমান (৩২), রুমেল (২৮), মিনহাজ আহমদ (২৭), বাদল দাস (৪২), রামিম (১৮), রুমান (২৩), তারেক আহমদ (৩০) ও মুহিন (৪৫)। এদের মধ্যে ৭ জন ওই স্টেশনের কর্মচারী ও ২ জন পথচারী। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, বিস্ফোরণে দগ্ধ হওয়া ৯ জনের শরীর ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে।
এদিকে, বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। বুধবার পুলিশ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরী করে।বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, আহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের না করায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরী করেছে। যদি কেউ মামলা না করেন তাহলে পুলিশ বাদী হওয়া জিডি’র প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এরআগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মিরাবাজারের দাদা পীর মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ডে পথচারীসহ ৯ জন দগ্ধ হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত হাসপাতালে দগ্ধদের চিকিৎসা চললেও দুপুরে তাদের উন্নত চিকিৎসার স্বার্থে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয় এবং বিকাল সাড়ে ৫টার দিকে তাদের ঢাকায় প্রেরণ করা হয়।