ভারতে গণপিটুনিতে নিহত সিলেটী যুবকের লাশ হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৯:০৮:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ভারতের মেঘালয় রাজ্যের ডাউকিতে জনতার হাতে পিটুনিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে মরদেহটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।নিহত জালাল উদ্দিন (১৮) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের মোহাম্মদপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে জালাল উদ্দিন গোয়াইনঘাট উপজেলার সোনাটিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। পরে ডাউকি শহরে গিয়ে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আইনীপ্রক্রিয়া শেষে মঙ্গলবার রাতে বিএসএফ জালাল উদ্দিনের লাশ বিজিবি’র কাছে হস্তান্তর করেন। এ সময় গোয়াইনঘাট থানা পুলিশ, মেঘালয়ের ডাউকি থানা পুলিশ, তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিজিবি’র তামাবিল ক্যাম্প কমান্ডার আরিফ হোসেন গণমাধ্যমকে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মৃতদেহটি বিজিবি’র নিকট হস্তান্তর করে। পরে গোয়াইনঘাট থানা পুলিশ মৃতদেহটি তার অভিভাবকের নিকট হস্তান্তর করে।