সাহিত্য সাংস্কৃতিক আগ্রাসন থেকে জাতিকে রক্ষায় শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে : অধ্যক্ষ আব্দুল হান্নান
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৯:১৬:১৭ অপরাহ্ন
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের উপজেলা/থানা শাখার দায়িত্বশীলদের নিয়ে এক সমাবেশ বুধবার বিকাল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি ও ইসলামিক এডুকেশন সোসাইটির অনারারী ইন্সপেক্টর ড. হাশমত উল্লাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট দক্ষিণ জেলা শাখার প্রধান উপদেষ্টা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল আব্দুল হান্নান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সাংস্কৃতিক সংসদের পরিচালক জাহেদুর রহমান চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতি বিভাগ সিলেট দক্ষিণ জেলা শাখার দায়িত্বশীল আব্দুস সাত্তার, সিলেট আইডিয়াল মাদরাসার শিক্ষক নাজিম উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন, শিক্ষকরা হচ্ছেন জাতি গঠনের কারিগর। বর্তমান শিক্ষাঙ্গন এবং সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে বিজাতীয় আগ্রাসন চলছে। কাজেই শিক্ষকদেরকে জাতিগঠন এবং সাহিত্য সাংস্কৃতিক আগ্রাসন থেকে জাতিকে রক্ষার দায়িত্ব পালন করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট দক্ষিণ জেলা শাখার সেক্রেটারী আবু হাদি, এসি: সেক্রেটারী মাষ্টার জিননূর আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি