শনিবার ঢাকায় বিএনপি গণমিছিল
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৯:২৭:০২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : সরকার পদত্যাগের এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী শনিবার রাজধানী ঢাকায় গণমিছিল করবে বিএনপি।বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।তিনি বলেন, আমাদের একদফার আন্দোলন চলমান। সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে বিএনপিসহ সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধভাবে রাজপথে গণআন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা দিয়েছে। সেই অনুযায়ী আমরা কাজ করছি। এই একদফা দাবির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃত্বে। এটা কেন্দ্রীয় কর্মসূচি। সময়সূচি পরে জানানো হবে।’ অন্যান্য জোট ও দল নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি করবেন বলেও জানান রিজভী।
গত ১২ জুলাই একদফা আন্দোলনের ঘোষণার পর এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি করে। সর্বশেষ গত ২৪ ও ২৫ আগস্ট ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল করেছেন তারা।